ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর গত ১০ ঘণ্টায় ৭ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৯ হাজার ৪৪০টি।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আখতার।
তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাওলা প্রান্তের টোল প্লাজা দিয়ে ৫ হাজার ৮০০টি যানবাহন, কুড়িল টোল প্লাজা দিয়ে এক হাজার ১৩টি যানবাহন, বনানী টোল প্লাজা দিয়ে ৯৩২টি যানবাহন এবং তেজগাঁও টোল প্লাজা দিয়ে এক হাজার ৬৯৫টি যানবাহন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পার হয়েছে। সবমিলিয়ে মোট ৯ হাজার ৪৪০টি গাড়ি থেকে ৭ লাখ ৬৭ হাজার ৮৪০ টাকা টোল আদায় করা হয়েছে।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হচ্ছে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চার শ্রেণির যানবাহনের মধ্যে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (তিন টনের কম) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। এ ছাড়া সব ধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে ১৬০ টাকা টোল, মাঝারি ধরনের ট্রাকের (ছয় চাকা পর্যন্ত) টোল ৩২০ টাকা এবং বড় ট্রাকের (ছয় চাকার বেশি) ক্ষেত্রে ৪০০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে।
এর আগে, শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত প্রথম অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উড়াল সড়কের মাধ্যমে বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে মাত্র ১০ থেকে ১৫ মিনিটে ফার্মগেট যাতায়াত করা যাবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।