টানা পাঁচদিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার। এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে থাকছে তিনদিন ও সাপ্তাহিক ছুটি দুদিন। বিষয়টি নিশ্চিত করে আজ বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল রোববার (১৬ জুন) থেকে মঙ্গলবার (১৮ জুন) পর্যন্ত পুঁজিবাজারের লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। ঈদে তিনের এই ছুটির বিষয়টি করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম।
শফিকুর রহমান বলেন, ঈদের আগে আগামীকাল শুক্রবার (১৪ জুন) ও আগামী শনিবার (১৫ জুন) থাকছে সাপ্তাহিক ছুটি। ঈদের ছুটি শেষে আগামী বুধবার (১৯ জুন) থেকে পুঁজিবাজারের লেনদেনসহ সব কার্যক্রম যথানিয়মে চলবে। তথ্য সূত্র এনটিভি নিউজ।