বাংলাদেশের আকাশে যাত্রীসেবা শুরু করছে ইথিওপিয়ান এয়ারলাইনস। আগামী ২ নভেম্বর থেকে ঢাকা-আদ্দিস আবাবা-ঢাকা সরাসরি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। স্বল্প ভাড়ায় সেবা দেয়ার কথা জানিয়েছেন কান্ট্রি ম্যানেজার ইউহানিস বেকেলে। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা দেখছে সিভিল এভিয়েশন।
বাংলাদেশের আকাশ পথকে আরও সমৃদ্ধ করতে ঢাকার সঙ্গে যুক্ত হচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনস। কম ভাড়া ও মানসম্মত সেবার মাধ্যমে ঢাকা থেকে সরাসরি আফ্রিকা অঞ্চলে প্রবেশের সুযোগ করে দেবে সংস্থাটি। আগামী ২ নভেম্বর থেকে ঢাকা-আদ্দিস আবাবা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সার্বিক প্রস্তুতি নিয়েছে এয়ারলাইনসটি। প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ৫টি, পরে ৭দিন পরিচালিত হবে ফ্লাইট। এতে দুই দেশের সম্পর্ক জোরদারের পাশাপাশি বাণিজ্যও সম্প্রসারিত হবে বলে জানান সংস্থাটির কান্ট্রি ম্যানেজার।
দক্ষিণ আফ্রিকাসহ মধ্যেপ্রাচ্যে, ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসীদের টার্গেট করেই এমন উদ্যোগ এয়ারলাইনসটির। ইতোমধ্যে চমক সৃষ্টি করেছে এর একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি অফার। বিশেষজ্ঞরা বলছেন, কানেকটিং ফ্লাইটে যাত্রাপথের সময় বাড়লেও কম ভাড়ায় বাড়বে যাত্রী সংখ্যা।
এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন সময় সংবাদকে বলেন, আদ্দিস আবাবা থেকে ৫০ শতাংশ ডিসকাউন্ট অফার করছে। এ ধরনের ডিসকাউন্ট দিয়ে পরিচালনা করা হলে তারা আমাদের মধ্যপ্রাচ্যের যাত্রী টানতে পারবে।
গত বছর বাংলাদেশ-ইথিওপিয়া সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেয় দুই দেশের সরকার। কার্যক্রম শুরু হলে বিনিয়োগ ও রাজস্বের পাল্লা ভারি হবে বলে মনে করছে সিভিল এভিয়েশন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, কূটনৈতিক এবং রাজনৈতিক রাজধানী টাইপের ইথিওপিয়া। তাদের মার্কেটটাও বড়। সম্প্রতি তাদের মার্কেটটাও ওপেন করে দিয়েছে। আশা করছি, আমরা ইথিওপিয়ান এয়ারলাইনসের ফ্লাইটটা চালাতে পারলে বিনিয়োগ বাড়বে। এতে বাংলাদেশেও তাদের বিনিয়োগ আসবে।
আকাশ পথে বিশ্বের শীর্ষ ১০০টি কোম্পানির মধ্যে চতুর্থ অবস্থানে ইথিওপিয়ান এয়ারলাইনস। অর্জন করেছে আফ্রিকান অঞ্চলের শীর্ষ কার্গো বহনকারী এয়ারলাইন্সের স্বীকৃতিও। সংস্থাটির ১৪৭টি উড়োজাহাজের মধ্যে যাত্রীবাহী বিমান রয়েছে ১২৩টি।