News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

ভারত থেকে এলো মেট্রোরেলের আরও ২০ হাজার নতুন টিকিট

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2024-12-30, 8:02am

d6ab7ce19da1eeb4beb331af65ebcd0d60576d5a2d9baf08-0f87a981a5323d8a7a7fa67880e084db1735524132.jpg




মেট্রোরেলের একক যাত্রার টিকিট সংকট সমাধানে দ্বিতীয় ধাপে ভারত থেকে ঢাকায় এসেছে আরও ২০ হাজার টিকিট। এসব টিকিট মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) মধ্যেই মেট্রো স্টেশনগুলোতে সরবরাহ করা হবে।

এমআরটির (লাইন-৬) প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাকারিয়া জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর ২০ হাজার টিকিট ঢাকায় এসেছে। কাস্টমসের কিছু জটিলতার কারণে এসব টিকিট পেতে দেরি হয়েছে। মঙ্গলবারের (৩১ ডিসেম্বর) দিকে পেয়ে যাবো। এরপর, সঙ্গে সঙ্গেই আমরা স্টেশনে সরবরাহ করতে পারব। ভারত থেকে আরও ৩০ হাজার টিকিট সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে।

গত দুই মাস ধরে উত্তরা থেকে মতিঝিল চলাচলকারী এমআরটি-৬ (মেট্রোরেল) একক যাত্রার টিকিট সংকট দেখা দেয়। মেট্রোরেল চালুর সময় স্টেশনগুলোতে একক যাত্রার মোট ২ লাখ ৬৮ হাজার ৪৪১টি টিকিট দেয়া হয়েছিল। কিন্তু গত অক্টোবরে ডিএমটিসিএল জানায়, ২ লাখ ৪০ হাজারের মতো একক যাত্রার টিকিট খোয়া গেছে বা নষ্ট হয়েছে। খোয়া যাওয়া টিকিটগুলো যাত্রীরা ফেরত না দিয়ে স্টেশন থেকে বেরিয়ে গেছেন। নষ্ট টিকিটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

মেট্রোরেলের একক যাত্রার টিকিট সংকট দূর করতে চার লাখ নতুন টিকিট কেনার উদ্যোগ নেয় ডিএমটিসিএল। জাপান, থাইল্যান্ড ও ভারত যৌথভাবে এসব টিকিট সরবরাহ করে থাকে। টিকিটের মূল জোগানদাতা জাপান, তবে কার্ডগুলো প্রিন্ট হয় ভারত থেকে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কয়েকটি ধাপে ১০ শতাংশ অতিরিক্তসহ মোট ৪ লাখ ৪০ হাজার টিকিট আসবে ঢাকায়। এর মধ্যে গত ২ নভেম্বর প্রথম ধাপে ২০ হাজার টিকিট পেয়েছে ডিএমটিসিএল। গত ২১ ডিসেম্বর আরও ২০ হাজার টিকিট ভারত থেকে ঢাকায় আসে। সেই টিকিটগুলোই আগামী মঙ্গলবারের মধ্যে মেট্রো স্টেশনগুলোতে সরবরাহ করা হবে।

বর্তমানে মেট্রোরেলে অন্তত ৪০ থেকে ৫০ হাজার টিকিটের প্রয়োজন। কিন্তু স্টেশনগুলোতে ৩০ হাজার টিকিট রয়েছে। এর ফলে যাত্রীরা টিকিটের অভাবে ভোগান্তিতে পড়ছেন। টিকিট না থাকার কারণে অনেক মেশিনে টিকিট পাওয়া যাচ্ছে না এবং যেসব মেশিনে টিকিট রয়েছে, সেগুলোর টিকিট খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীর সংখ্যাও বাড়ছে। সময়।