News update
  • FAO Warns of ‘Silent Crisis’ as Land Loss Threatens Billions     |     
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     

বাণিজ্যমেলায় ইলেকট্রনিক্স পণ্যে লোভনীয় অফার, স্ক্র্যাচ কার্ডে লাখ টাকা!

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-01-11, 7:02am

baannijymelaa-1-01ccd1c412939d940cb32e1421e38dc41736557342.jpg




বাণিজ্যমেলা ক্রেতা-দর্শনার্থীদের সমাগমে জমে উঠেছে। মেলাজুড়ে ক্রেতা আকর্ষণে নানা আকর্ষণীয় অফার দেখা যায় ইলেকট্রনিক্স পণ্যগুলোর প্যাভিলিয়নে। ব্যবসায়ীরা বেশ আধুনিক ডিজাইনে সাজিয়েছেন তাদের প্যাভিলিয়ন। ক্রেতাদের ইলেকট্রনিক্স পণ্যগুলোর প্যাভিলিয়ন ঘুরতে ও পছন্দ মতো কেনাকাটা করতে দেখা যায়। 

মেলায় ওয়ালটন, যমুনা, মিনিস্টারসহ ছয় ইলেকট্রনিক্স প্যাভিলিয়ন ঘুরে দেখা যায়, বেশ আকর্ষণীয়ভাবে সাজিয়েছে তাদের প্যাভিলিয়ন। সব প্যাভিলিয়নের ৮০ শতাংশ পণ্য নতুন ডিজাইনের বলে দাবি বিক্রয়কর্মীদের। তারা বলেন, এবারের মেলায় রয়েছে বিশেষ ছাড়। ড্রিম অফারে আছে ফ্ল্যাট-গাড়ি, স্ক্র্যাচ কার্ডে থাকছে লাখ টাকা। আরও নানা সুবিধা।

ক্রেতা বেশি জানিয়ে ভিশনের বিক্রয়কর্মী জামান বলেন, ফ্রিজ, টিভিসহ ১০০ পণ্য এবারের মেলায় ভিশন প্রদর্শন হয়েছে। সব পণ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় রয়েছে। তবে শুধু ডাবল ফ্রিজে কোনো ছাড় নেই। ভিশনে রয়েছে ড্রিম হোম অফার। ভিশন এম্পোরিয়াম থেকে পাঁচ হাজার টাকার ওপরে কেনাকাটায় জিতে নিতে পারবেন ফ্ল্যাট গাড়িসহ আকর্ষণীয় পুরস্কার। এসিতে রয়েছে ১৫ শতাংশ ছাড়। 

মেলায় ক্রেতা জমেছে জাানিয়ে মিনিস্টারের বিভাগীয় ব্যবস্থাপক হাবিবুল্লা বলেন, আজ প্যাভিলিয়নে ক্রেতা বেশ ভাল। এবারে মেলায় মিনিস্টারের সব পণ্য ছাড় রয়েছে। ফ্রিজ, এসি, এলইডি টিভি, ওয়াশিং মেশিনসহ ওভেনে সর্বোচ্চ ৫৫ শতাংশ ছাড় রয়েছে। মিনিস্টারের পণ্য কিনলে পাওয়া যাচ্ছে স্ক্র্যাচ কার্ড। এ পর্যন্ত এক স্ক্র্যাচ কার্ড ঘষে লাখ টাকা পেয়েছে একজন। এছাড়া প্রতি স্ক্র্যাচ কার্ডে পেয়েছে ফ্রি পণ্য। এলইডি টিভির সাথে আকাশ ফ্রি। ওয়ালটনের ইনচার্জ (ডিআইটিএফ) মো. মাসুদুল ইসলাম বলেন, এবারে বাণিজ্যমেলায় এশিয়া মহাদেশে সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী সিক্স স্টার রেটিং যুক্ত এয়ারকন্ডিশনার, অ্যান্ড্রয়েড এলইডি ডিসপ্লেসহ এসি বাংলাদেশের বাজারে আমরাই প্রথম নিয়ে এসেছি। ফ্রিজের ক্ষেত্রে ৩২ ইঞ্চি এলইডি ডিসপ্লে, এআই প্রযুক্তি সম্পন্ন রেফ্রিজারেটর, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স, কিচেন  অ্যাপ্লায়েন্স, সুইচ সকেট কেবল লিফটসহ সব পণ্য এখানে প্রদর্শন হয়েছে। আজ প্রচুর ভিজিটর পাচ্ছি, সবাইকে ওয়ালটন প্যাভিলিয়ন ঘুরছে। তাদের অভিমত তুলে ধরছে।

যমুনার হেড অব সেলস মেজবাহ উদ্দিন অনিক বলেন, মোটরবাইক, টিভি, ফ্রিজ, এসিসহ ৩৭টি পণ্য এবারের মেলায় প্রদর্শন হয়েছে। এসব পণ্য ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়া দেওয়া হয়েছে। যমুনার মোটরবাইকে সর্বোচ্চ ২৫ শতাংশ ও ফ্রিজে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড় রয়েছে। হোম ডেলিভারিসহ অন্যান্য সুবিধাও আছে। 

ক্রেতা ভালো কিন্তু বিক্রি নেই জানিয়ে জেভিসিও বিক্রয়কর্মী শহিদুল ইসলাম দিপু বলেন, টিভি, এসি, ফ্রিজসহ ইলেকট্রিক চুলা। সব পণ্যে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড় রয়েছে। তিনি বলেন, আজ ক্রেতা অনেক বেশি। সবাই ঘুরে ফিরে দেখছেন। 

গতবারের চেয়ে এবারে মেলা জমজমাট জানিয়ে ভিসতার সিনিয়র বিক্রয়কর্মী (করপোরেট) দেওয়ান সাদিকুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন ক্রেতা কম ছিল। তবে আজ সকাল থেকে ক্রেতার চাপ প্রচুর।  টিভি, ফ্রিজ, এসি সহ ছয় পণ্য নিয়ে এবারের মেলায় আমরা হাজির হয়েছি। এসব পণ্যে সর্বোচ্চ ৫৫ শতাংশ ছাড় রয়েছে। আর সর্বনিম্ন ২০ শতাংশ। 

এদিক দেশে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই মেলায় এবার ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে। এর মধ্যে ৩৫১টিই দেশীয় প্রতিষ্ঠানের স্টল-প্যাভিলিয়ন। আর বাকি ১১টি স্টল সাতটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের। অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। এবারের বাণিজ্যমেলা সাজানো হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান থিমে। এক্সিবিশন সেন্টারের দক্ষিণ-পূর্ব পাশে জুলাই চত্বর, দক্ষিণ-পশ্চিম পাশে কালচারাল সেন্টার, টেকনোলজি কর্নার, রিক্রিয়েশন কর্নার এবং উত্তর-পূর্ব (৬ একর) পাশে শিশু পার্ক ও উত্তর-পশ্চিম পাশে ছত্রিশ জুলাই চত্বর ও নামাজ ঘর রয়েছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন ও আন্তর্জাতিক অঙ্গনের দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করছে বাংলাদেশ। এনটিভি।