News update
  • Fire at UN climate talks in Brazil leaves 13 with smoke inhalation     |     
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     

বাজুস ফেয়ার স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-01-17, 12:42pm

qwq334231-da6ed2fb09122368eb0800d3d4b9c07e1737096169.jpg




বাজুস ফেয়ার-২০২৫ অনিবার্য কারণবশত স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে এই ফেয়ার হওযার কথা ছিল।

বৃহস্প‌তিবার (১৬ জানুয়া‌রি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কী কারণে ফেয়ার স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি।

এর আগে, গত ১৭ ডিসেম্বর এক বিজ্ঞপ্তি দিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ৭ ও ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনের বাজুস ফেয়ার শুরু হওয়ার তথ্য জানায় সোনা ব্যবসায়ীদের এই সংগঠন। সে সময় জানানো হয়, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রী হলে ৩ দিনের এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বাজুস ফেয়ার-২০২৫।

এবারের বাজুস ফেয়ারে ৫০টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে বলেও সে সময় জানানো হয়। আর বাজুস ফেয়ার-২০২৫ এ প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ১০০ টাকা। আরটিভি