News update
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     
  • No food deliveries to Gaza as border closures continue     |     
  • UN chief vows to prevent Rohingya suffering as aid cuts loom     |     

প্রবাসী আয় পাঠানোর শীর্ষে যুক্তরাষ্ট্র

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-02-11, 10:51pm

img_20250211_224931-3690ba12553d7554a93bb6c8962f99321739292686.jpg




চলতি বছরের জানুয়ারি মাসে দেশে এসেছে ২১৮ কোটি ৫২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য (ইউকে), সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর। 

প্রবাসী আয়ের বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪০ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ কোট ৩৪ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য (ইউকে) থেকে। 

এ ছাড়া আলোচিত সময়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ২৭ কোটি এক লাখ ৬০ হাজার ডলার, ২৪ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ডলার, ১৫ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, ১৩ কোটি ৫৯ লাখ ৩০ হাজার, ১৩ কোটি ১০ লাখ ডলার, ১২ কোটি ৬৯ লাখ ২০ হাজার ডলার, ৯ কোটি ৬৪ লাখ ৪০ হাজার ডলার  ও ছয় কোটি ৪৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।আরটিভি