News update
  • BNP sees plot to delay polls, cautious in dealing with govt     |     
  • Six more dengue cases reported in 24 hours     |     
  • 22 ex-DCs sent on compulsorily retirement     |     
  • Groom killed in road crash on way back from nupital shopping     |     
  • Civilians at breaking point in eastern DR Congo: Aid official     |     

দারাজের রমজান ক্যাম্পেইনে ৮০% পর্যন্ত বিশাল ছাড়, ফ্ল্যাশ সেল ও প্রয়োজনীয় বান্ডেল অফার

গ্রীণওয়াচ ডেস্ক অর্থনীতি 2025-02-18, 7:22pm

565663-44d31b4371524089499267d9e8e73c511739884967.jpg




দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস, দারাজ বাংলাদেশ নিয়ে আসছে প্রতীক্ষিত ‘৩.৩ রমজান ক্যাম্পেইন’, যেখানে থাকছে বিশাল অফার—বাছাই করা পণ্যের ওপর ৮০% পর্যন্ত ছাড়, এক্সক্লুসিভ ফ্ল্যাশ সেল, চয়েস বান্ডেল, এবং ফ্রি ডেলিভারি। ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে এই মেগা ক্যাম্পেইন, যা রমজানের সব প্রয়োজনীয় কেনাকাটার জন্য একটি সম্পূর্ণ শপিং ডেস্টিনেশন হয়ে উঠবে, একদম সেরা দামে!

ইবাদতের মাস রমজানকে সামনে রেখে ইতোমধ্যে অনেক পরিবারই প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর এই প্রস্তুতিকে আরও সহজ করতে দারাজ নিয়ে এসেছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। ক্যাম্পেইনে থাকছে গ্রসারি, প্যাকেজড ফুড, পানীয়, টয়লেট্রিজ, কসমেটিকস, ক্লিনিং সাপ্লাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিশাল সংগ্রহ। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চয়েস বান্ডেল, যেখানে একসঙ্গে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ গৃহস্থালী ও লাইফস্টাইল পণ্য। এছাড়া ৮০% পর্যন্ত ডিসকাউন্ট সহ ফ্ল্যাশ সেল, কিলার ডিলস এবং প্রথম দিনের বিশেষ রাশ আওয়ার ভাউচার থাকছে ১৯ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত।

শপিং ফেস্টিভ্যালে আরও থাকছে বোগো (বাই-ওয়ান-গেট-ওয়ান) অফার, নির্দিষ্ট পণ্যে ৩০% থেকে ৫০% পর্যন্ত মূল্যছাড় ও ফ্রি ডেলিভারি। বিকাশ, নগদ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড সহ আরও পেমেন্ট পার্টনার এর মাধ্যমে পেমেন্ট করলেই মিলবে বিশেষ ডিসকাউন্ট। এছাড়া দারাজের সঙ্গে রয়েছে ওরাইমো, রেকিট, ইউনিলিভার, ম্যারিকো ও লোটোর মতো জনপ্রিয় ব্র্যান্ড—যারা এই ক্যাম্পেইনের মাধ্যমে দিচ্ছে এক্সক্লুসিভ ডিল।

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, "রমজান বাজারকে সাশ্রয়ী ও সহজলভ্য করতে আমাদের এই ক্যাম্পেইনের আয়োজন। আমাদের মূল লক্ষ্য হলো, সেরা মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে তাদের জীবনকে আরও সহজ করা।"

এই বিশাল ক্যাম্পেইনের আরও অনেক চমক অপেক্ষা করছে! বিস্তারিত জানতে চোখ রাখুন দারাজ বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে।