News update
  • Govt welcomes Tarique Rahman’s return, assures full coop     |     
  • BNP strikes polls deal with 7 more partners, reserves 8 seats     |     
  • BRTA tops corruption list among public service offices: BBS     |     
  • Toll-free entry for vehicles via airport area expressway Thursday     |     
  • ‘Very unhealthy’ air quality persists in Dhaka     |     

বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে শীঘ্রই কলাপাড়ায় জাজেজ কমপ্লেক্স নির্মান

আদালত 2025-09-24, 11:22pm

judge-md-1d655255e5e36ff6a4ea6de9fe559c211758734531.jpg

Judge Md. Shahidullah of Patuakhali District and Sessions Judge court speaking at Kalapara on Wednesday.



পটুয়াখালী: পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক হাকিম মো. শহীদুল্লাহ বলেছেন, 'পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ লাঘবে ও ন্যায় বিচার নিশ্চিত করতে শীঘ্রই কলাপাড়ায় জাজেজ কমপ্লেক্স  আদালত ভবন নির্মাণের কাজ শুরু হবে। এছাড়া ভাড়াটে স্বল্প পরিসরের ভবনে আইনজীবী, বিচারক ও বিচার প্রার্থী মানুষের বসার স্থান সংকুলান না হওয়ায় আগামী মাসেই বড় পরিসরের নতুন ভাড়াটে ভবনে আদালত স্থানান্তর করে বিচারিক কার্যক্রম শুরু করা হবে। এতে আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।'

জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বুধবার দুপুরে কলাপাড়া চৌকি আদালতের নতুন ভাড়াটে ভবন পরিদর্শন শেষে উপজেলা বার ভবনে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এ সময় তিনি আরও বলেন, 'শীঘ্রই আরও ১৪টি জেলায় নতুন জেলা জজ আদালত ভবন নির্মাণের জন্য নকশা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। অচিরেই এসব ভবন নির্মাণের কাজ শুরু করা হবে।' তিনি বলেন, 'আমি কাউকে না জানিয়ে কলাপাড়া আদালত পরিদর্শন করে আইনজীবী ও বিচার প্রার্থী মানুষের দুর্ভোগ দেখে জেলা বারের নেতৃবৃন্দ ও পিপি'র সহায়তায় ভাড়াটে আদালত ভবন স্থানান্তর ও নতুন জাজেজ কমপ্লেক্স আদালত ভবন নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি। যা ইতিমধ্যে অনুমোদন হয়েছে এবং অচিরেই এর সুফল কলাপাড়ার মানুষ পাবে।'

কলাপাড়া চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিন। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের যুগ্ন জেলা জজ পারভেজ আহমেদ, কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি, সিনিয়র সহকারী জজ মো. মহিবুল হাসান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।

এর আগে জেলা জজ আদালতের বিচারকগন কলাপাড়া চৌকি আদালত বারভবনে এসে পৌঁছলে কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত জ্যেষ্ঠ আইনজীবীরা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। পরে আইনজীবীদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন বিচারকগণ। - গোফরান পলাশ