
Two drug addicts were awarded jail term in Kalapara on Tuesday.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কোম্পানিপাড়া বালিয়াতলী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এসময় দেশীয় তৈরী মদ সেবনের দায়ে মো. জুলহাস (১৯) ও মো. ইব্রাহীম (১৯)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ অভিযানে কলাপাড়া থানার একটি চৌকস পুলিশ টিম তাঁকে সহযোগিতা করে। - গোফরান পলাশ