News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

কুয়াকাটায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

অপরাধ 2026-01-06, 10:34pm

husband-of-slain-women-is-in-police-custody-b3f62f5e5d3d45c1ff040694f3a266a31767717258.jpg

Husband of slain women is in police custody.



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ভিকটিম গৃহবধূর স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে এগারোটায় দিকে মহিপুর থানার কুয়াকাটা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আ. সাত্তারের ভাড়াটিয়া বাসা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

মৃত আরিফা বরিশাল গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই এলাকার মৃত আনোয়ার হোসেন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ চার মাস আগে নিজ এলাকা ছেড়ে কুয়াকাটা এলাকায় বসবাস শুরু করেন তারা। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না এ দম্পতির। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। তবে মাঝে মধ্যেই তাদের সাথে ঝগড়া বিবাদ হতো। রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয় লোকজন গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধুকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এসময় পাশে বসে কান্না করছিল স্বামী রিফাত। 

মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, স্বামী রিফাতের কথাবার্তা অসংলগ্ন হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। - গোফরান পলাশ