News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

বিদেশি পর্যবেক্ষকদের খরচ দেয়ার সিদ্ধান্তের কঠোর সমালোচনা টিআইবির

নির্বাচন 2026-01-06, 10:23pm

fsdfdsfsdfsd-cbe82201c4e95173a3fdb84dd95998a31767716625.jpg




জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ বহনে নির্বাচন কমিশনের (ইসি) গৃহীত সিদ্ধান্তের সমালোচনা করে তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দেয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিবৃতিতে বলা হয়, বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার ব্যয়ভার বহনে ইসির নেয়া সিদ্ধান্ত অপরিণামদর্শী, বৈষম্যমূলক ও স্বার্থের দ্বন্দ্বের কারণে নিরপেক্ষ পর্যবেক্ষণ পরিপন্থী। ইসির অবিমৃশ্যকারী এমন সিদ্ধান্ত হিতে বিপরীত হতে বাধ্য।

 বিবৃতিতে বিদেশিদের সুবিধা দেয়া হলে দেশি পর্যবেক্ষকদের কেন এমন ব্যবস্থা থাকবে না সে বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে।

সর্বোপরি এমন সিদ্ধান্ত পতিত সরকারের পদক্ষেপ ছিল উল্লেখ করে বিবৃতি আরও বলা হয়, ২০০৮ বা তার আগে রাষ্ট্রের অর্থ অপচয় করে নির্বাচনকে বিশ্বাসযোগ্য হিসেবে উপস্থাপন করার এই প্রচেষ্টার দরকার হয়নি। অথচ ২০১৮ ও ২০২৪ সালে বিদেশিদের সুযোগ-সুবিধা দেয়ার প্রয়োজন কেন হয়েছিল?

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, নির্বাচনকে বিশ্বাসযোগ্য করতে বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ-সুবিধা দেয়ার পতিত সরকারের প্রচেষ্টা কতটুকু সার্থক হয়েছিল, আশা করছি—বর্তমান নির্বাচন কমিশন তা উপলব্ধি করতে ব্যর্থতার পরিচয় দেবে না। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ফলে জনমনে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বিতর্কিত করার পথ থেকে ইসি সরে আসবে বলেও আমরা বিশ্বাস করি।