News update
  • Fire at oil godown in Bogura brought under control     |     
  • Lightning, downpours kill 41 people across Pakistan     |     
  • Stocks witness big fall on first day after Eid Holidays     |     
  • Dhaka district earns lion's share of remittances this fiscal     |     
  • Landslides kill 18 in Indonesia     |     

ঢাকাসহ যেসব জায়গায় আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2023-03-15, 9:38am

resize-350x230x0x0-image-215927-1678848769-50bb37e0d4a01e7edf8e3130758abc611678851486.jpg




ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। তথ্য সূত্র আরটিভি নিউজ।