Patuakhali heat wave
পটুয়াখালী: তীব্র তাপদাহের সাথে ভ্যাপসা গরমে অতিস্ট হয়ে পড়েছে পটুয়াখালীর শহর থেকে গ্রামীন জনজীবন। আবহাওয়ার এ বৈরিতায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঈদের বাজারেও পড়েছে এর বিরূপ প্রভাব। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে রোজাদার সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
ভ্যাপসা তপ্ত রোদে গাছের ক্ষতি হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে মৌসুমী সবজী চাষিরা। হাসপাতাগুলোতে বেড়েছে ডায়রিয়াসহ তাপদাহজনিত রোগীর সংখ্যা। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি।
গতকাল জেলার কলাপাড়া উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.২ ডিগ্রী সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস সূত্র জানায়, আবহাওয়ার এই অনুকূল অবস্থা আরও এক সপ্তাহ বিরাজ করতে পারে।
শ্রমিক নাদিম বলেন, কাজের ও গরমে অল্পতেই হাপিয়ে উঠছি। প্রচন্ড রকম ঘেমে ক্লান্ত হয়ে পড়ছি।
কৃষক আলাউদ্দিন জানান, সপ্তাহ জুড়ে অসম বৃস্টির পর হঠাৎ করেই রোদের তীব্র তাপে গাছ ঝিমিয়ে পড়ছে। এ অবস্থা দীর্ঘ হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষি। বিশেষ করে তরমুজ, বাঙ্গি এবং মৌসুমী সবজির ক্ষতি হবে বেশি। - গোফরান পলাশ