News update
  • Move at Full Speed for Smooth LDC Graduation: Chief Adviser     |     
  • New Charter to Fulfil Public Aspiration: Ali Riaz     |     
  • Thousands of Gaza patients await urgent medical evacuation     |     
  • Sudan war fuels famine, health system ruined, millions move     |     
  • UN denounces deadly Palm Sunday attack in Ukraine     |     

অবশেষে মিলল ঢাকায় বৃষ্টির সুখবর!

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-05-02, 1:26pm

a2e72de7995cdbe5a648c27598502e9c05e91fc85aacd934-b6998989e40bed068c4daa1b700471891714634820.jpg




অবশেষে মিলল বৃষ্টির সুখবর। সন্ধ্যার মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও বৃষ্টির স্থায়িত্ব কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আশা করা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১০টার দিকে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান।

তিনি বলেন, খুলনা এবং রাজশাহী বিভাগের তাপমাত্রা কমতে আরো কিছুদিন সময় লাগবে। তবে দেশের পূর্বাঞ্চলে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে ঢাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যদিও ১১/১২ তারিখের পর বৃষ্টির কমে গেলে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

কিন্তু গেলো কয়েক সপ্তাহের মতো অবস্থা হবে না বলে আশা দিচ্ছে আবহাওয়া অধিদফতর।

এদিকে, আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এছাড়া, যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ জেলা এবং খুলনা বিভাগের কিছু অংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া, দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা পূর্বাঞ্চলের কিছু জায়গায় প্রশমিত হতে পারে। তথ্য সূত্র সময় সংবাদ।