News update
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     
  • Spinning sector seeks urgent govt step to prevent collapse     |     
  • Dilapidated bridge forces Lalmonirhat residents to risk life daily     |     
  • High-level consultation to shape BD climate finance strategy     |     

৭২ ঘণ্টা তিন বিভাগে অতিভারি বর্ষণ, ভূমিধসের শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2024-09-11, 6:14am

f20d8b53db4006d083dce3e6c64e7dde371022df7f8b1959-556d218ad64ef1c1fa87514ce8e4ae611726013694.jpg




বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের তিন বিভাগে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদের সই করা এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসও হতে পারে।

আবহাওয়া অফিসের আলাদা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে আভাস দেয়া হয়েছে। সময় সংবাদ।