News update
  • World Cup ticket prices to start at $60, may rise to $6,730      |     
  • Gazipur kitchen market fire under control after one hour     |     
  • 10 MNC to enter bourse; Dhaka Stock Brookers laud BSEC     |     
  • Dhaka bourse sees highest turnover in 12 months     |     
  • Xi unveils vision for equitable global governance, rejects unilateralism     |     

তিন মাসের মধ্যে ঘূর্ণিঝড়ের শঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-09-04, 6:18am

107add58d190a8117ca6dcb8a5203ab13e6adcf97de5370b-746dc07724dfa0998433fbb7648fb1251756945131.jpg




বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী তিন মাসে এমন আরও কয়েকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

গত ১ সেপ্টেম্বর প্রকাশিত ৩ মাসের জলবায়ু পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাসে বলা হয়,  সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ৪-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে ১-২টি নিম্নচাপ ও ১টি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ও হতে পারে।

তিন মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময়ে দেশে ২-৩টি বিচ্ছিন্নভাবে মৃদু (৩৬-৩৮°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।