
হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
ভোরের দিকে কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা। ঘাসে, গাছে আর ফসলের পাতায় জমেছে শিশির। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের উজ্জ্বল আলোয় ঝলমলে হয়ে ওঠে আকাশ। তবে সূর্যের উপস্থিতি থাকলেও বাতাসে রয়েছে শীতের হালকা ছোঁয়া।
দিনের বেলায় তাপমাত্রা বেড়ে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকলেও ভোর ও রাতের ঠান্ডা হাওয়ায় শীতের অনুভূতি স্পষ্টভাবে টের পাচ্ছেন স্থানীয়রা। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় রাস্তা-ঘাটে দেখা মিলছে গরম কাপড় পরা মানুষের।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, হিমালয় ঘেঁষা জেলা পঞ্চগড়ে নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপমাত্রা ক্রমাগত কমে আসে। এবারও একই ধারা বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন তারা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, ‘সকাল ৯টায় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।’