News update
  • Bangladesh Bank Buys $115 Million to Support Forex Market     |     
  • Tarique Rahman, Daughter Zaima Added to Voter List     |     
  • NCP and LDP Join Jamaat-Led Eight-Party Alliance     |     
  • Tarique Rahman’s gratitude to people for welcoming him on his return     |     
  • Attorney General Md Asaduzzaman resigns to contest election     |     

মৌসুমের সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, বাড়ছে শীতের আমেজ

গ্রীণওয়াচ ডেস্ক আবহাওয়া 2025-11-12, 7:49am

6c837b2fcf66f1cf7427aff9fb0d139b6edfec383092fa1d-cf45e4ee8ddc9d33994905e7292210c11762912173.jpg




হিমালয়ের কোলঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় দুই ডিগ্রি।

তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে বলেন, বুধবার সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

চলতি মাসের শেষের দিকে জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। জিতেন্দ্রনাথ রায় আরও বলেন, শৈত্যপ্রবাহের সময় সন্ধ্যা থেকে সকাল দশটা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকবে চারপাশ। কোথাও কোথাও দিনের বেলাও কুয়াশা দেখা যাবে।

তবে গত কয়েকদিন ধরে সকাল-বিকেল কুয়াশা দেখা গেলেও গত মঙ্গলবার কুয়াশার পরিমাণ কিছুটা কম ছিল। দিনের বেলায় ঝলমলে রোদে তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়ায় বেশ ঠান্ডা অনুভূত হয়েছে।

এদিকে শীতের এই আগাম বার্তায় জেলার গ্রামীণ অঞ্চলে মানুষজন গরম কাপড় বের করতে শুরু করেছেন। সকাল-সন্ধ্যায় চায়ের দোকানগুলোতেও বেড়েছে ভিড়। স্থানীয়রা বলছেন, শীতের আমেজ শুরু হয়ে গেছে।