News update
  • 94 Palestinians killed in Gaza, 45 people at aid sites      |     
  • Opening of UN rights office at talk stage: Foreign Adviser     |     
  • AC Tabassum Urmi sacked over anti- govt Facebook posts     |     
  • Bangladeshi killed in BSF firing at Chuadanga border      |     
  • Rains Fuel Disasters in 83pc of Brazilian Cities: Report     |     

প্রধানমন্ত্রীর উপহারের ঘর ৭১ হতদরিদ্র পরিবারের মাঝে হস্তান্তর

আবাসন 2023-03-22, 10:56pm

71-houses-donated-by-the-prime-minister-distributed-to-ultra-poor-in-kalapara-4d263029c76b184e4b62ff9777b95bf61679504177.jpg

71 houses donated by the Prime Minister distributed to ultra poor people in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ৭১ হতদরিদ্র পরিবারের সদস্যদের চোখে মুখে এখন খুশির ঝিলিক। 

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধনের পর এ সব পরিবারের মাঝে প্রধান অতিথি হিসেবে নতুন ঘরসহ জমির দলিল হস্তান্তর করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিববুর রহমান। প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত গৃহহীন পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ঘরসহ জমির দলিল  হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ  মো. মহিববুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, এসিল্যান্ড মোঃ আবু বক্কর সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন,  প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

এর আগে পটুয়াখালীর কলাপাড়ায় প্রথম পর্যায় ৪৫০টি, দ্বিতীয় পর্যায় ১১০টি, তৃতীয় পর্যায় ২০৩টি এবং আজ চতুর্থ পর্যায়ে ৭১টি সহ ৮৩৪টি  অসহায়, দরিদ্র ও ভূমিহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হলো। এছাড়া আরও হস্তান্তরের অপেক্ষায় আছে ১২৯টি ঘর। - গোফরান পলাশ