News update
  • Four Rare Snow Leopards Spotted on Pakistan’s Northern Peaks     |     
  • Gold becomes pricier than ever in Bangladesh      |     
  • Bangladesh mourns Pope Francis’ death; Yunus pays tribute     |     
  • Bangladesh Railway hospitals to open doors to general public     |     
  • US-Bangla launches direct flights from Dhaka to Riyadh     |     

লালন সাঁই’র তিরোধান দিবস উপলক্ষে ছেঁউড়িয়া আখড়বাড়ীতে তিন দিনব্যাপী উৎসব

গ্রীণওয়াচ ডেস্ক উৎসব 2022-10-16, 2:55pm

image-62350-1665906150-e91f304cb952603bfec45248cad04ee01665910507.jpg




মরমী সাধক বাউল সম্রাট লালন সাঁই’র ১৩২ তম তিরোধান দিবস আগামীকাল। এ উপলক্ষে জেলার কুমারখালী ছেঁউড়িয়া আখড়বাড়ীতে বসেছে সাধুর মেলা ও তিন দিনব্যাপী উৎসব।

এ আয়োজনকে আরও বর্ণিল করতে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগীতায় জেলা প্রশাসন ও লালন একাডেমির উদ্যোগে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। এর মধ্যে আখড়াবাড়ীর বাইরে মাঠে বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে। লালন মঞ্চে লালন একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন উপজেলা শিল্পকলা একাডেমি ও লালন সংগীত শিল্পীদের পরিবেশনায় প্রতিদিন সন্ধ্যায় আলোচনা সভার পর রাতভর চলবে লালন সংগীতের আসর।

সোমবার সন্ধ্যায় উৎসবের উদ্ধোধন করবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি। কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী দিনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- কুষ্টিয়া-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা পরিষদের প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগর আলী, কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌর মেয়র সামস্জুজামান অরুণ। দ্বিতীয় দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রধান অতিথির বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন- খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী। আলোচনা সভা শেষে প্রতিদিন রাতে লালন মঞ্চে চলবে লালন সংগীতের আসর।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম বাসসকে জানান, প্রতি বছরের মতো এবারও বাউল সম্রাট লালন সাঁইর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে জেলা পুলিশ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাক পরিহিত পুলিশ। সিসি ক্যামেরা, তল্লাশী চৌকিসহ বিভিন্ন স্পটে নজরদারীর জন্য পৃথক-পৃথক টিম গঠন করা হয়েছে। তথ্য সূত্র বাসস।