News update
  • NCP Vows to Contest All 300 Seats in Upcoming Polls     |     
  • Trump's Tariff Hike: How will it affect Bangladesh?     |     
  • Myanmar: UN chief for urgent access as quake toll mounts     |     
  • AI’s $4.8 tn future: UN warns of widening digital divide      |     
  • Volker Turk warns of increasing risk of atrocity crimes in Gaza     |     

‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে লাখো জনতার ঢল

গ্রীণওয়াচ ডেস্ক উৎসব 2024-12-16, 10:29pm

img_20241216_222654-bd41a799e4efeec06de5f606c90e4a321734366560.jpg




দেশের মানুষ যে দিনটির জন্য চিরকাল গর্ববোধ করবে, সেটি আজকের এই দিন— ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে জাতি নিজেদের জন্য বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে। আজ মহান বিজয় দিবস।

ঐতিহাসিক দিনটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এর মধ্যে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছে।

দেশের খ্যাতিমান সব শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে ‘সার্বজনীন কনসার্ট’। গত ১০ ডিসেম্বর এটির যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। জানা গেছে, সংগঠনের আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী।

আয়োজিত কনসার্টে পারফর্ম করবে জেমসসহ দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় শুরু হওয়া এই উন্মুক্ত কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।

কনসার্ট শুরুর আগেই বিভিন্নস্থান থেকে সংগীতপ্রেমীরা এসে উপস্থিত হন। তবে কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা পর থেকেই মানুষের ঢল নামে।

বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এ কনসার্টের শুরুতে শিল্পী নাসির খান মঞ্চে আসেন। এরপর বেলা সোয়া দুইটার দিকে সংগীত পরিবেশন করেন প্রীতম হাসান। তিনি ‘খোকা’, ‘হাতে লাগে ব্যথারে’ও ‘উরাধুরা’ গানগুলো গেয়ে উপস্থিত শ্রোতা-দর্শকদের মাত করেন। প্রীতমের পর মঞ্চে সংগীত পরিবেশন করেন কনকচাঁপা। ‘সাগরিকা, বেঁচে আছি তোমারই ভালোবাসায়’ গানটি দিয়ে তার পরিবেশানা শুরু করেন। তিনি তার জনপ্রিয় বেশ কয়েকটি গান একে একে পরিবেশন করেন।

দেশের খ্যাতিমান অনেক শিল্পী এ কনসার্টে সংগীত পরিবেশন করছেন। এদের মধ্যে রয়েছেন খুরশিদ আলম, সৈয়দ আব্দুল হাদী, বেবী নাজনীন, মনির খান, কণাসহ আরও অনেকে। অন্যদিকে নগরবাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফারেন্ট টাচ, আর্ক ও সোনার বাংলা সার্কাস ব্যান্ড দলের এ কনসার্টে অংশ নিচ্ছে।আরটিভি