News update
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন

কর্মসংস্থান 2024-07-14, 11:49pm

job-quota-protesters-stage-demonstration-in-kishoreganj-on-sunday-14-july-2024-eaace068a2918c648300498939b6009d1720979362.jpg

Job quota protesters stage demonstration in Kishoreganj on Sunday 14 July 2024.



'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননামে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থায় স্থায়ী সমাধানের লক্ষ্যে সারাদেশ জুড়ে টানা আন্দোলনের অংশ হিসেবে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

রবিবার (১৪ জুলাই) দুপুরে করিমগঞ্জ সরকারি কলেজের সামনে কিশোরগঞ্জ চামড়া ঘাট সড়ক অবরোধ করে রাখে তারা।  এসময় দু'পাশে প্রায় তিন শতাধিক যানবাহন আটক অবস্থায় থাকে। 

কোটা সংস্কারের এক দফা দাবিতে গড়ে উঠা আন্দোলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা দল-মত নির্বিশেষে  অংশ নিচ্ছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা করেন। 

তাদের একদফায় বলা হয়েছে- ‘সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।

ছাত্র অধিকার পরিষদ করিমগঞ্জ শাখার সভাপতি মো. শহীদুল্লাহ্, ছাত্রনেতা রফিকুল হাসান জিহাদ, মুকাদ্দেছুল ইসলাম শুভ, মোশারফ হোসেন, ইয়াসিন আরাফাত আদনান বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন। 

দুপুর আড়াইটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা শ্লোগান দাবি সংবলিত প্লেকার্ড প্রদর্শন শেষে রাস্তা অবরোধ তুলে নেন। - মোঃ রাজু আহমেদ, কিশোরগঞ্জ প্রতিনিধি