News update
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     
  • Late-night deal ends standoff: BPL resumes Friday     |     
  • Global Marine Protection Treaty Enters into Force     |     
  • US Immigrant Visa Suspension Triggers Concern for Bangladesh     |     
  • 29 arrested under Operation Devil Hunt Phase-2: DMP     |     

ভারত, ইসরাইল, ইউএই-এর সথে ভার্চ্যুয়াল সম্মেলন করবেন বাইডেন

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-15, 8:01am




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরকালে ভারত, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এর সমন্বয়ে গঠিত কূটনৈতিক গ্রুপের নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। খবর এএফপি’র।

মার্কিন এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের জানান, শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তা সংকট ও অঞ্চলে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল গুরুত্বপূর্ণ উদ্ভাবনী কেন্দ্র হিসেবে কাজ করে। তথ্য সূত্র বাসস।