News update
  • Paradise lost: Cox’s Bazar tourists shocked by wastes at sea     |     
  • Israel agrees to 60-day truce in Gaza, Hamas must nod: Trump     |     
  • Israel Commits 3,496 Crimes, Killing, Injuring 2,652 Palestinians in 7 Days     |     
  • 50 years of CITES: Shielding wildlife from trade-driven extinction     |     
  • Tarique warns PR system could divide nation, calls for unity     |     

ভারত, ইসরাইল, ইউএই-এর সথে ভার্চ্যুয়াল সম্মেলন করবেন বাইডেন

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-15, 8:01am

image-46203-1655219736-cb14792b4079809bbd4fe0c91073bedd1655258514.jpg




মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসে মধ্যপ্রাচ্য সফরকালে ভারত, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এর সমন্বয়ে গঠিত কূটনৈতিক গ্রুপের নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনে যোগ দিবেন। খবর এএফপি’র।

মার্কিন এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার সাংবাদিকদের জানান, শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তা সংকট ও অঞ্চলে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ অঞ্চলে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল গুরুত্বপূর্ণ উদ্ভাবনী কেন্দ্র হিসেবে কাজ করে। তথ্য সূত্র বাসস।