News update
  • Toxic chemicals can be detected with new AI method     |     
  • Fire breaks out at Sundarbans     |     
  • “Working to close gap that makes heated city unlivable for women”      |     
  • Guideline on heat-related illnesses to be launched tomorrow     |     
  • Flood-hit Kenya and Tanzania on alert as cyclone nears     |     

চীনের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ‘চায়না হাউজ’ গঠন করছে

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-16, 7:32am

img_20220616_073305-562a416bac8d132dc2152cebc2db9ff91655343204.png




দ্বিপাক্ষিক সম্পর্কের উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্ব জুড়ে চীন কী করছে তা আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য ‘চায়না হাউজ’ তৈরি করছে।

সিঙ্গাপুরে সদ্য সমাপ্ত নিরাপত্তা সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্ঘে বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী লয়েড অস্টিন চীনা উড়োজাহাজ ও জাহাজ এবং অন্যান্য দেশের মধ্যে অনিরাপদ ও অপেশাদার সংঘর্ষের ‘উদ্বেগজনক’ বৃদ্ধির কথা উল্লেখ করেছেন।

পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত মাসে “নিয়ম-ভিত্তিক শৃংখলার জন্য সবচেয়ে গুরুতর দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ” হিসেবে চীনের আবির্ভাবের কথা বলেন। চায়না হাউজ প্রকল্প যুক্তরাষ্ট্রের সেই উদ্বেগের প্রতিফলন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুখপাত্র গত সপ্তাহে ভয়েস অফ আমেরিকাকে বলেন, “আমরা নতুন এই কেন্দ্রীয় নীতি সমন্বয় কেন্দ্রে পিআরসি দক্ষতা এবং সংস্থাগুলোকে একীভূত করার প্রচেষ্টা চালিয়ে যাব এবং ত্বরান্বিত করব।”

চীনের সাথে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রেক্ষিতে ২৬ মে আনুষ্ঠানিকভাবে চায়না হাউজের ঘোষণা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রের কয়েকজন সরকারি কর্মকর্তা এবং চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিশেষজ্ঞ বলেছেন, তাদের বিশ্বাস, চায়না হাউজ তৈরির মাধ্যমে বাইডেন প্রশাসন চীনের সাথে ভবিষ্যতের সম্পর্কের বিষয়ে একটা অবস্থান নিচ্ছে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।