News update
  • Japan, India reject Biden's describing them as xenophobic countries     |     
  • PM opens new AFIP Bhaban, Sena Prangan Bhaban in Dhaka Cant     |     
  • Mother, son die in lightning strike in Khagrachhari     |     
  • Dhaka’s air quality 7th worst in the world Sunday morning     |     

পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির পক্ষের দেশগুলোর প্রথম বৈঠক শুরু

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2022-06-22, 7:36am

img_20220622_073611-9f38f377f8686e420adcf42d6e0837ac1655861804.jpg




পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তির পক্ষের দেশগুলোর প্রথম বৈঠক মঙ্গলবার অস্ট্রিয়ার ভিয়েনায় শুরু হয়েছে।

জাতিসংঘের ভাষ্যানুযায়ী, গত বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া চুক্তিটিতে এ পর্যন্ত ৬৫টি দেশ ও অঞ্চল অনুসমর্থন দিয়েছে।

যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মত পরমাণু শক্তির পাশাপাশি জাপান, ন্যাটো সদস্য এবং পরমাণু ছাতার নীচে থাকা অন্যান্য কয়েকটি দেশ অবশ্য এখনও এই চুক্তিতে যুক্ত হয়নি।

তবে জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসহ অন্তত ২৯টি দেশ পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করছে। তবে, জাপান এই বৈঠকে যোগ না দেওয়ার পরিকল্পনা করছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।