News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

সিপিপিসিসি’র নববর্ষের পার্টিতে সি চিন পিং

ওয়াং হাইমান ঊর্মি কুটনীতি 2023-01-14, 10:20pm

sfsdfsfsghrth-11363c1215f45570545a9d80a13ea4b01673713203.jpg




চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র জাতীয় কমিটি আসন্ন নববর্ষ উপলক্ষ্যে একটি পার্টির আয়োজন করে।

এতে সিপিসি’র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং উপস্থিত ছিলেন। পার্টিতে লি খ্য ছিয়াং, লি চান শু, ওয়াং ইয়াং, লি ছিয়াং, চাও ল্য চি, ওয়াং হু নিং, ছাও ছি, তিং সুয়ে সিয়াং, লি সি, ওয়াং ছি শানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

পার্টির উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেন, ২০২৩ সাল হল সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের চেতনা সম্পূর্ণরূপে বাস্তবায়নের প্রথম বছর। আমাদেরকে অবশ্যই সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, ভবিষ্যতের পথ খুলে দিতে হবে, পুরো বছরের লক্ষ্য ও কর্তব্য বাস্তবায়নের জন্য সংগ্রাম করতে হবে।  

প্রেসিডেন্ট সি বলেন, ২০২২ সাল হচ্ছে সিপিসি ও দেশের উন্নয়নের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আমরা সফলভাবে সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেস আয়োজন করেছি, সর্বাত্মক উপায়ে একটি আধুনিক সমাজতান্ত্রিক দেশ গড়ার জন্য একটি বড় প্লাটফর্ম তৈরি করেছি। আমরা স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতির পথে এগিয়ে চলেছি, নতুন উন্নয়ন-ধারণা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করছি, উচ্চ-মানের উন্নয়নকে এগিয়ে নিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রেখে চলেছি, শস্যের বাম্পার ফলন নিশ্চিত করেছি, এবং কর্মসংস্থান ও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছি। আমরা সময় ও পরিস্থিতি অনুযায়ী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কৌশল অবলম্বন করে, মহামারীর কবল থেকে জনগণের জীবন বাঁচানোর ক্ষেত্রে সাফল্য অর্জন করেছি এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ওপর মহামারীর নেতিবাচক প্রভাব কমানোর যথাসাধ্য চেষ্টা চালিয়েছি।  

সি চিন পিং বলেন, আমরা সফলভাবে বেইজিং শীতকালীন অলিম্পিক এবং শীতকালীন প্যারালিম্পিক গেমস আয়োজন করেছি। আমরা যথাযোগ্য মর্যাদায় হংকংয়ের মাতৃভূমিতে ফিরে আসার ২৫তম বার্ষিকী উদযাপন করেছি। আমরা দৃঢ়তার সাথে ‘তাইওয়ানের স্বাধীনতা’-র নামে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ এবং সেখানে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই করে চলেছি। আমরা অব্যাহতভাবে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন বড়রাষ্ট্রের কূটনীতি অনুসরণ করে চলেছি। এসব সাফল্য অর্জন সহজ ছিল না, কিন্তু দল, বাহিনী ও আপামর জনসাধারণের ঐকবদ্ধ প্রচেষ্টার ফলে তা সম্ভব হয়েছে। 

প্রেসিডেন্ট সি আরও বলেন, ২০২২ সালে সিপিপিসিসি আন্তরিকভাবে সিপিসি কেন্দ্রীয় কমিটির বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেছে। নতুন বছরে, সিপিপিসিসি-কে সিপিসি’র কুড়িতম জাতীয় কংগ্রেসের চেতনাকে ব্যাপকভাবে অধ্যয়ন ও বাস্তবায়ন করতে হবে; নতুন যুগ ও নতুন যাত্রায় লক্ষ্য অর্জনের জন্য বুদ্ধি ও শক্তি প্রয়োগ করতে হবে। 

এ সময় সি চিন পিং সিপিসি’র কেন্দ্রীয় কমিটি, রাষ্ট্রীয় পরিষদ এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের পক্ষ থেকে, দেশের বিভিন্ন গণতান্ত্রিক দল, শিল্প ও বাণিজ্য ফেডারেশন, নির্দলীয় ব্যক্তিবর্গ, ও দেশের আপামর জনসাধারণকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি হংকং, ম্যাকাও, তাইওয়ানের স্বদেশীদের এবং বিদেশি অবস্থানরত চীনাদেরকেও শুভেচ্ছা জানান। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং চীন।)