News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ফিনল্যান্ডের নেটো সদস্যপদ অর্জন: এর পরবর্তি ধাপগুলো কি?

গ্রীণওয়াচ ডেস্ক কুটনীতি 2023-04-01, 9:58am

01000000-0aff-0242-ee27-08db31c64bc3_w408_r1_s-6b30907f1fd24ad0c4131955ca37f50d1680321481.jpg




তুরস্ক নর্ডিক দেশ ফিনল্যান্ডের সদস্যপদ অনুমোদন করে। তুরস্ক পশ্চিমা সামরিক জোটে ঐ নর্ডিক দেশটির সদস্যপদ অনুসমর্থন করায় ৩০ সদস্যের ঐ জোটের সর্বশেষ সদস্য দেশ হিসেবে ফিনল্যান্ড নেটোতে যোগদানের সবুজ সংকেত পেল।

একটি নতুন দেশকে জোটে অন্তর্ভুক্ত করার জন্য নেটোর সকল সদস্যকে অবশ্যই সর্বসম্মতিক্রমে ভোট দিতে হয়। চলতি সপ্তাহের শুরুতে হাঙ্গেরির ফিনল্যান্ডকে অনুমোদন করার পর তুরস্কের পার্লামেন্টের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

ফিনল্যান্ডের সাথে রাশিয়ার সীমান্ত ১,৩৪০ কিলোমিটার দীর্ঘ যা রাশিয়ার সাথে নেটোর সীমান্তের দৈর্ঘের দ্বিগুণেরও বেশি হবে।

যদিও, উত্তর ইউরোপীয় দেশটির নেটোর ৩১তম পূর্ণ সদস্যতা পাওয়ার আগে আরও কয়েকটি পদক্ষেপ এবং পদ্ধতি অর্জনের প্রয়োজন রয়েছে। (ধাপগুলি হচ্ছেঃ)

স্বীকৃতি পত্র

১৯৪৯ সালে জোটের প্রতিষ্ঠা চুক্তির অধীনে নেটোর আমানতকারী বা নিরাপত্তার রক্ষক হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে তুরস্ক এবং হাঙ্গেরিকে স্বীকৃতিপত্র প্রেরণ করতে হবে। স্বীকৃতিপত্রগুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের আর্কাইভে জমা দেওয়া হবে যা নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গকে অবহিত করানো হবে যে ফিনল্যান্ড সদস্য হওয়ার আমন্ত্রনের শর্তপূরণ করেছে।

আমন্ত্রণ

নেটো ফিনল্যান্ডকে সামরিক জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়ে স্টলটেনবার্গ স্বাক্ষরিত একটি চিঠি প্রেরণ করবে।

স্বাক্ষর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের কাছে ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তোর স্বাক্ষরিত তাদের নিজস্ব স্বীকৃতি নথি পাঠাবেন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি ভাইনামো নিনিস্তো হাভিস্তোকে এই নথিতে স্বাক্ষর করার অনুমতি দেন। ওয়াশিংটনে অবস্থিত ফিনিশ দূতাবাস অথবা ফিনল্যান্ডের কোনো সরকারি কর্মকর্তা নথিটিকে স্বহস্তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের কাছে প্রদান করবেন।

পূর্ণ সদস্যপদ

ফিনল্যান্ডের সদস্যপদ গ্রহণের নথি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে পৌঁছানোর পরে দেশটি আনুষ্ঠানিকভাবে নেটোর সদস্য হবে। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।