ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এক জরুরি আবেদন জানিয়ে বলেছেন রুশ আগ্রাসন মোকাবিলা করতে নতুন অর্থায়ন না পেলে ইউক্রেন এই লড়াই হেরে যাবে।
ইউক্রেনের জন্য আরো অর্থায়ন বাবদ হোয়াইট হাউজ আরো দু কোটি চল্লিশ লক্ষ ডলার অনুমোদন চেয়েছিল । তবে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তা প্রদানের ব্যাপারে রিপাবলিকানদের উদ্বেগ ক্রমশই বাড়ছে। আর এর সঙ্গে রয়েছে আরও অসুবিধা যেমন ৩০ সেপ্টেম্বর এর পরে যুক্তরাষ্ট্র সরকারের ২০২৪ সালের পূর্ণাঙ্গ বাজেটের অর্থায়ন কিংবা স্বল্পমেয়াদের জন্য প্রস্তাব অব্যাহত রাখা।
সেনেটে সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার জেলেন্সকির সঙ্গে বৈঠক শেষে , সমাপ্তি টেনে সদস্যদের বলেন, “ আমরা যদি সাহায্য না পাই, আমরা যুদ্ধে হেরে যাবো”।
পরে এক বিবৃতিতে শুমার সম্পূরক অর্থায়নের অনুরোধ অনুমোদন না করার বিপদের উপর জোর দিয়ে বলেন, “ এটা অত্যন্ত পরিস্কার যে আমরা যদি সরকারের শাট ডাউনের কবলে পড়ে যাই কিংবা ইউক্রেনকে সহায়তা প্রদান ছাড়াই যদি একটি প্রস্তাব পাশ করি তা হলে যা ক্ষতিটা হবে তা ইউক্রেনের জন্য হবে মারাত্মক।
ইউক্রেনকে সহায়তা প্রদানে সেনেটে প্রধান সমর্থক সংখ্যালঘু নেতা মিচ ম্যককনেল পরে নিশ্চুপই ছিলেন । তিনি শুধু সংবাদদাতাদের এটুকুই বলেন, “ বৈঠকটা খুব ভাল ছিল”।
বুধবার ম্যাকনেল, ইউক্রেনের সাহায্য প্রদানের নজরদারি করার জন্য একজন মহাপরিদর্শক নিয়োগ করাকে স্বাগত জানান।
জেলন্সকি বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গেও দেখা করেন। তার পরই ইউক্রেনের জন্য পেন্টাগন আরো বিমান প্রতিরক্ষা ও গোলাবারুদের সক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে একটি নতুন নিরাপত্তা প্যাকেজের ঘোষণা করে।
পেন্টাগনের প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বৃহস্পতিবার সংবাদদাতাদের বলেন যে ইউক্রেনকে এম ওয়ান অ্যাব্রাম ট্যাংক এবং যদি সরকারের শাটডাউন হয় তা হলেও ইউক্রেনের পাইলটদের যুক্তরাষ্ট্রে এফ-সিক্সটিন বিমান চালানোর প্রশিক্ষণ প্রদান করা হবে। সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।