News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

বিবিসি বাংলা কুটনীতি 2025-02-04, 10:53am

erwrewrqeq-5760df010d8f3dad235c3c200e8c49bf1738644807.jpg




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো।

অন্যদিকে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে।

সমঝোতা অনুযায়ী কানাডা একজন 'ফেন্টানিল জার' নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্তে দশ হাজার সৈন্য পাঠাবে।

ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে কয়েক দফা ফোনালাপের পর এ সমঝোতা হলো।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনা অনড় থাকলে উভয় দেশই পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলো।

ওদিকে চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা মি. ট্রাম্প দিয়েছিলেন তা আজই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প যেভাবে নিশ্চিত করলেন

প্রেসিডেন্ট ট্রাম্প কানাডার ওপর নতুন করে শুল্ক আরোপ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

"উত্তরাঞ্চলে একটি নিরাপদ সীমান্ত নিশ্চিত করার বিষয়ে কানাডা একমত হয়েছে," ট্রাম্প লিখেছেন তার সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে।

জাস্টিন ট্রুডোর টুইট উদ্ধৃত করেছেন তিনি। ওই টুইটে কানাডীয় নেতা সীমান্তের জন্য ১ দশমিক ৩ কানাডিয়ান ডলার ব্যয় একজন 'জার' নিয়োগের কথা বলেছেন যিনি ফেন্টানিল মাদকের বিক্রয় বন্ধের প্রচেষ্টা নিবেন। একই সঙ্গে তিনি সন্ত্রাসী হিসেবে কার্টেলগুলোর তালিকা করবেন।

ট্রাম্প বলেন: "আমি এই প্রাথমিক অর্জনে আনন্দিত এবং শনিবার ঘোষণা করা শুল্ক প্রয়োগ ত্রিশ দিনের জন্য স্থগিত থাকবে। এর মধ্যে দেখা হবে যে কানাডার সাথে একটি চূড়ান্ত অর্থনৈতিক চুক্তি হতে পারে কি না"।

সর্বশেষ তিনি লেখেন : "সবার জন্য ন্যায্যতা"।

জাস্টিন ট্রুডো আরও যা বললেন

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন সীমান্ত পরিস্থিতির উন্নয়নে ১ দশমিক ৩ কানাডিয়ান ডলার বিনিয়োগ করা হবে। সীমান্ত পরিকল্পনায় নতুন করে হেলিকপ্টার, প্রযুক্তি ও লোকবল যুক্ত করা হবে এবং একই সাথে 'ফেন্টানিলের প্রবাহ বন্ধ করতে প্রচেষ্টা জোরদার হবে'।

"প্রায় দশ হাজার মানুষ সীমান্ত সুরক্ষায় কাজ করবে। এর সাথে কানাডা একজন ফেন্টানিল জার নিয়োগের অঙ্গীকার করছে। আমরা সন্ত্রাসী হিসেবে কার্টেলগুলোর তালিকা করবো। সীমান্তের ওপর ২৪/৭ নজর রাখা নিশ্চিত করা হবে। সংগঠিত অপরাধ, ফেন্টানিল ও অর্থ পাচার মোকাবেলায় কানাডা-যুক্তরাষ্ট্র যৌথ স্ট্রাইক ফোর্স চালু হবে," সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন তিনি।

"আমি একই সাথে ফেন্টানিল ও সংঘবদ্ধ অপরাধ বিষয়ে নতুন গোয়েন্দা নির্দেশনায় স্বাক্ষর করেছি। এতে আমরা দুশো মিলিয়ন ডলার ব্যয় করবো"।

চীনা প্রেসিডেন্টের সাথে কথা বলবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘণ্টার মধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট ফক্স নিউজকে এটি জানিয়েছেন।

ট্রাম্প চীনের ওপর যে দশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেটি আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই কার্যকর হওয়ার কথা।

জবাবে চীন বলেছে তারা এর বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে।

বিবিসির বিজনেস রিপোর্টার জোনাথন জোসেফস এর মতে নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে হুট করেই আবার স্থগিত করার সিদ্ধান্তটি রাজনীতিকদের দিক থেকে স্বস্তি বয়ে আনলেও জটিল অবস্থায় পড়েছেন বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা।

ব্যবসায়ীরা যে একটি বিষয় একেবারেই পছন্দ করেন না তা হলো – অনিশ্চয়তা। সোমবার বিশ্বের শেয়ার বাজারগুলোয় ছিল তার প্রতিফলন।

প্রেসিডেন্ট ট্রাম্পের হুট করে ঘুরে দাঁড়ানো এটিই প্রমাণ করে যে আগামী চার বছরে কী কী হতে পারে এ বিষয়ে তারা নিশ্চিত হতে পারবেন না।

সাম্প্রতিক বছরগুলোতে অনেক পণ্যের উৎপাদকরাই চীন থেকে মেক্সিকো কিংবা ভারতের দিকে সরে গেছেন।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পরের টার্গেট কোন দেশ এটি জানা না গেলে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওরা কোথায় বিনিয়োগ করবেন সেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়বেন। অথচ কর্মসংস্থান ও অর্থনীতির প্রবৃদ্ধির জন্য এটি গুরুত্বপূর্ণ।