News update
  • Trump Pauses Tariffs on Mexico and Canada After Agreements     |     
  • The Road to and from Wuhan: Trump Threat to Global Health?     |     
  • CA asks for a ‘command centre’ to monitor law and order     |     
  • Traffic rule violations aggravating Dhaka’s gridlock     |     
  • Official Statement On the situation in Jenin camp: UNRWA     |     

ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক রাজনীতি 2025-02-04, 10:45am

ererrwqerq-33e7ed95629fe8d1f40987677448ddf51738644308.jpg




বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আবদুল মঈন খান এবং চেয়ারপারসনের পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্সের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা সম্ভব হয়নি। কোনো পক্ষই এ বিষয়ে সাংবাদিকদের কিছু জানায়নি।

এর আগে, তিন দিনের সফরে সোমবার ঢাকায় এসে পৌঁছান এলেনর স্যান্ডার্স। মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত রাখার ক্ষেত্রে বাংলাদেশকে সমর্থন পুনর্ব্যক্ত করার লক্ষ্যে এটি তার প্রথম ঢাকা সফর। 

ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে ব্রিটিশ মানবাধিকারবিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স অন্তর্বর্তী সরকার, মানবাধিকার সংগঠনসহ অন্যান্য অংশীদারের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবাধিকারবিষয়ক একটি সেমিনারে অংশ নেবেন এবং শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন।

এর বাইরে, সফরকালে তিনি রোহিঙ্গা শরণার্থীশিবিরে খাদ্য বিতরণ, মহিলা স্বাস্থ্য ও শিক্ষা কার্যক্রম, এলপিজি বিতরণসহ যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো তদারকির জন্য কক্সবাজারে যাবেন। 

আরটিভি