জাপান সরকার রাশিয়ার ইউক্রেন আক্রমণ এক বৈশ্বিক খাদ্য সংকটে ইন্ধন যোগাতে পারে এমন ক্রমবর্ধমান উদ্বেগের মাঝে, সাত জাতি গ্রুপ বা জি-৭’এর শীর্ষ সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে খাদ্য সহযোগিতার ঘোষণা দেয়ার পরিকল্পনা করেছে।
চলতি মাসের শেষ নাগাদ জার্মানিতে অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচির মধ্যে খাদ্য নিরাপত্তা থাকবে বলে ধারণা করা হচ্ছে।
ইউক্রেন হচ্ছে বিশ্বের অন্যতম একটি শীর্ষ শস্য রপ্তানিকারক দেশ, তবে রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দরগুলোতে অবরোধ চালানকে রুখে দিচ্ছে।
জাপান সরকার ইউক্রেনের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও আফ্রিকীয় দেশসমূহে ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দেয়ার প্রস্তুতি নিচ্ছে, যেখানে খাদ্য ঘাটতি এক বড় ধরনের প্রভাব ফেলার হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
এই ত্রাণ সম্ভবত বিশ্ব খাদ্য কর্মসূচি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাতে আর্থিক অবদান রাখার আকারে পাঠানো হবে।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি মাৎসুনো হিরোকাযু শুক্রবার সাংবাদিকদের বলেন, রাশিয়ার আক্রমণ শস্যের দামকে বাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক খাদ্য অনিরাপত্তার আতঙ্ককে বাড়িয়ে দিয়েছে।
মাৎসুনো বলেন, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় এক মারাত্মক প্রভাব ফেলেছে, যেদেশগুলো ইউক্রেনের রপ্তানির উপর অনেকাংশেই নির্ভরশীল। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।