News update
  • 1.30 crore sacrificial animals to be sold during Eid-ul-Azha     |     
  • Poor navigability hits launch plying in Kaptai Lake     |     
  • Non-AC High Schools in Dhaka, 4 other dists closed on Monday     |     
  • Loadshedding crosses 1860 MW,      |     
  • Dubai begins construction of 'world's largest' airport terminal     |     

সরকার কাতার থেকে ৬.৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া সংগ্রহ করবে

গ্রীণওয়াচ ডেস্ক কৃষি 2022-06-15, 5:03pm

image-46283-1655289071-74aefd5615a5db8a98514808a343b3d61655291012.jpg




অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) আজ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কাতারের মুনতাজাত থেকে ৬ দশমিক ৩০ লাখ মেট্রিক টন ইউরিয়া সার কেনার একটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত চলতি বছরের সিসিইএ’র ১৪তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন (বিসিআইসি) আগামী অর্থবছরের জি টু জি চুক্তির মাধ্যমে কাতার কেমিক্যাল এন্ড পেট্রোকেমিক্যাল মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি মুনতাজাতের কাছ থেকে এই পরিমাণ সার সংগ্রহ করবে।

এই সার বিভিন্ন লটের আওতায় আনা হবে। তথ্য সূত্র বাসস।