News update
  • Irregular entry, false asylum claims harm Bangladesh’s global standing     |     
  • Dhaka breathes ‘very unhealthy’ air Tuesday morning     |     
  • Election Code of conduct gazetted, banning posters-drones, AI misuse     |     
  • Rivers Keep Swallowing Land as Bangladesh Battles Erosion     |     
  • UN Warns Refugees Caught in Climate–Conflict Cycle     |     

গলাচিপায় ফসলের ক্ষতিকর পোকা দমনে পার্চিং উৎসব

কৃষি 2022-09-11, 10:35pm

Farmers of Galachipa Upazila of Patuakhali are in a campaign to destroy pests in their crop fields.



পটুয়াখালী: আমন ফসলের ক্ষতিকর পোকা দমনের জন্য পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে চলছে পার্চিং উৎসব। ধানের ক্ষতিকর পোকা দমনে এ পদ্ধতি পরিবেশ বান্ধব বলে অভিহিত করেছেন কৃষিবিদরা।

বেশিরভাগ কৃষক কীটনাশক ও সার প্রয়োগের উপর নির্ভরশীল হওয়ায় জমিতে চাপ বাড়ছে, এতে খরচও বেশি হচ্ছে। কৃষকদের খরচ কমিয়ে আনা, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং স্থানীয় পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়াতে প্রত্যন্ত এলাকার কৃষকদেরকে নিয়ে পার্চিং এবং লাইনলোগো পদ্ধতি ব্যবহারের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ ও মাঠ পর্যায়ে পার্চিং ব্যবহার কর্মসূচি চলছে।

পার্চিং পদ্ধতি হচ্ছে জমিতে নিরাপদ অভয়াবস্থান সৃষ্টি করা। পার্চিং অর্থাৎ বাঁশের কিংবা গাছের ডাল জমিতে পুঁতে রাখা। যেখানে পাখিরা বসে বিশ্রাম নিতে পারবে এবং ফসলের ক্ষতিকর পোকাগুলো খাবে এবং মলত্যাগ করে জমিতে সার বৃদ্ধি করবে। জমিতে চারা রোপণের এক সপ্তাহের মধ্যে এক বিঘা জমিতে ৭ থেকে ১০টি ডাল মাটিতে পোঁতা যাবে। - গোফরান পলাশ