Farmers staged a demonstration demanding solution of waterlogging problem in Kalapara.
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতা নিরসনের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের খাপড়াভাঙ্গা গ্রামের জলকপাট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় শতাধিক কৃষক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
কৃষকের দাবি, পাউবো'র ৪৭/৪ নং পোল্ডারের দক্ষিণ খাপড়াভাঙ্গা বেড়িবাঁধ নির্মাণের সময় একটি ছোট্ট জলকপাট নির্মাণ করা হয়। যা দিয়ে বর্ষা মৌসুমে ১০-১৫ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন হয় না। এতে প্রতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষকের বীজতলা সহ ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এলাকার মাছের ঘের তলিয়ে যায়।
কৃষকরা জানান, পুরানো ছোট জলকপাট ভেঙ্গে বড় একটি জলকপাট নির্মাণ করলে কৃষকরা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন।
কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষকের স্বার্থে জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেয়া হবে। - গোফরান পলাশ