News update
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     
  • Pakistan claims it has shot down five Indian fighter jets and a drone     |     
  • India says its strikes are of non-escalatory nature: BBC summary      |     
  • Waterways gasp for breath in Feni; 244 rivers, canals dying     |     

ফসল কর্তন, রাস্তার পাশে সবজি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

কৃষি 2024-12-15, 11:52pm

harvesting-crop-and-field-day-observed-in-kalapara-f531bddca5e5b36c951ccbb4b4ccdb741734285121.jpg

Harvesting crop, and Field Day observed in Kalapara.



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় ফসল কর্তন,  রাস্তার পাশে সবজি প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় কলাপাড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলার মধ্য টিয়াখালী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষন অফিসার খায়রুল ইসলাম মল্লিক। 

এসময় উপজেলার বেড়িবাঁধ সহ বিভিন্ন সড়ক ও মহাসড়কের পাশে কৃষকদের উৎপাদিত কৃষি পন্য প্রদশর্নী করেন কৃষকরা। 

এর আগে একই এলাকার প্যাদা বাড়িতে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশবান্ধব চাষাবাদের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুলের উদ্বোধন প্রধান অতিথি। - গোফরান পলাশ