News update
  • Sundarbans fire contained after nearly 30 hours     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Tuesday morning     |     
  • Two killed as tractor hits auto-rickshaw in Joypurhat     |     
  • 16 people killed in Israeli air strikes in Rafah     |     
  • Team assigned to check at night if fire reappears in Sundarbans     |     

পারমানবিক বোমা হামলার ৭৭তম বার্ষিকীতে হিরোশিমা যাচ্ছেন জাতিসংঘের প্রধান

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-08-03, 8:44am

09690000-0a00-0242-d29b-08da74c9208a_w408_r1_s-ed02cce0e1f8f4f74d439a0ea35b63681659494642.jpg




জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার ঘোষণা করেছেন, তিনি হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমা হামলার ৭৭তম বার্ষিকীতে যোগ দেবেন।

পরমাণু অস্ত্রের বিস্তার রোধ এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব অর্জনের লক্ষ্যে, ঐতিহাসিক পারমাণবিক চুক্তি পর্যালোচনা করতে চার সপ্তাহের বৈঠকের উদ্বোধনী দিনে জাতিসংঘ প্রধান তার বক্তৃতায় এই ঘোষণা দেন।

গুতেরেস বলেন, সম্মেলনের গুরুত্ব বোঝাতে তার ওই কয়েক দিনের হিরোশিমা সফর। তিনি বলেন, তিনি পারমানবিক অস্ত্রের বিস্তার রোধ করার প্রচারণার জন্য এই অঞ্চলের আরও দুটি দেশ সফর করবেন, তবে দেশ দুটির নাম তিনি বলেননি।

১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমাটি ফেলেছিল। ওই বোমা, পুরো শহরটিকে ধ্বংস করে ফেলে এবং ১,৪০,০০০ লোককে হত্যা করে। এর তিন দিন পরে নাগাসাকিতে দ্বিতীয় একটি বোমা ফেললে, এতে আরও ৭০,০০০ লোক নিহত হয়। এরপর ১৫ আগস্ট জাপান আত্মসমর্পণ করলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এশিয়ায় প্রায় অর্ধশতক ধরে জাপানী আগ্রাসনের অবসান ঘটে।

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ বলেছেন, মহাসচিব বৃহস্পতিবার জাপান সফর করবেন এবং শনিবার হিরোশিমা শান্তি স্মৃতিসৌধে অনুষ্ঠিতব্য বার্ষিক অনুষ্ঠানে অংশ নেবেন।

দুজারিচ বলেন, "অনুষ্ঠানের লক্ষ্য পারমাণবিক বোমা হামলায় নিহত ব্যক্তিদের আত্মাকে সান্ত্বনা দেওয়া, সেইসাথে দীর্ঘস্থায়ী বিশ্ব শান্তির বাস্তবায়নের জন্য প্রার্থনা করা। তিনি আরও বলেন, "সেক্রেটারি-জেনারেল বোমা হামলার শিকারদের সম্মান জানানোর পাশাপাশি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সমস্ত ক্ষতিগ্রস্তদের স্মরণ করবেন এবং অবিলম্বে পারমাণবিক অস্ত্রের মওজুদ রোধ করার জন্য বিশ্ব নেতাদের প্রতি তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করবেন।"

তাঁর সফরের সময়, গুতেরেস জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং বোমা হামলায় প্রাণে বেঁচে যাওয়া ক্ষতিগ্রস্তদের সাথেও দেখা করবেন। এছাড়া "পারমাণবিক নিরস্ত্রীকরণ, এর বিস্তাররোধ এবং অন্যান্য বৈশ্বিক সমস্যাগুলিতে নেতৃস্থানীয় উদ্যোগ গ্রহণকারী" তরুণ কর্মীদের সাথে একটি সংলাপে অংশ নেবেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।