News update
  • Botswana buries 44 victims of South Africa bus crash     |     
  • Toxic chemicals can be detected with new AI method     |     
  • Fire breaks out at Sundarbans     |     
  • “Working to close gap that makes heated city unlivable for women”      |     
  • Guideline on heat-related illnesses to be launched tomorrow     |     

বোয়িং নাগোইয়াতে সবুজ প্রযুক্তির উন্নয়নে গবেষণা কেন্দ্র চালু করবে

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2022-08-03, 8:47am

20220802_27_1145462_l-a7ecbe36694d17cb210f919a19ed3b841659494840.jpg




বোয়িং জানিয়েছে, তারা মধ্য জাপানে একটি গবেষণা কেন্দ্র চালু করবে। বৃহদাকার মার্কিন এরোস্পেস প্রতিষ্ঠানটি উড়োজাহাজের বিকল্প জ্বালানি ও অন্যান্য সবুজ প্রযুক্তি উন্নয়নের লক্ষ্যে এই স্থাপনা ব্যবহার করবে।

সোমবার বোয়িং ঘোষণা করে যে তাদের এই গবেষণা ও উন্নয়ন কেন্দ্রটি নাগোইয়াতে তৈরি করা হবে, যেখানে তাদের বহু অংশীদার প্রতিষ্ঠান অবস্থিত। স্থাপনাটির মূল লক্ষ্য হবে উড়োজাহাজের টেকসই জ্বালানি বা এসএএফ এবং বৈদ্যুতিক পরিচালনা ব্যবস্থার উন্নয়ন।

এসএএফ এক ধরনের জৈব জ্বালানি, যা গাছপালা ও বর্জ্য তেল থেকে তৈরি হয়। এটি সচরাচর ব্যবহৃত জীবাশ্ম জ্বালানির তুলনায় কার্বন-ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে পারে প্রায় ৮০ শতাংশ।

বোয়িং আরও জানিয়েছে, জাপানে এসএএফ এর উৎপাদন প্রচারের লক্ষ্যে তারা একটি কনসোর্টিয়াম বা সহযোগিতা সংঘে যোগ দেবে।

উল্লেখ্য, সারাবিশ্বে জ্বালানি চাহিদা ক্রমবর্ধমান থাকায় দেশটি এসএএফ এর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তথ্য সূত্র এনএইচকে ওয়াল্ড বাংলা।