News update
  • Fire at Mutual Trust Bank branch in Dhaka     |     
  • 9 killed as bus catches fire in India's Haryana     |     
  • Flash floods kill 50 in western Afghanistan: police     |     
  • Nearly 10,000 evacuated in Ukraine's Kharkiv region: governor     |     
  • UN, ASEAN urged to save Rohingyas from genocide in Myanmar     |     

ইউক্রেন 'সঙ্কট' সম্পর্কে চীনের 'উদ্বেগ', বুঝতে পারছেন পুতিন

গ্রীণওয়াচ ডেস্ক কৌশলগত 2022-09-16, 9:15am

1ffabd91-8601-49e0-822a-aef72662d545_w408_r1_s-f33f5d47e8f1f73f587f17ab672dc6111663298118.jpg




রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছেন যে উজবেকিস্তানে চীনা নেতা শি জিনপিংয়ের সাথে আলোচনা পূর্বেই তিনি বুঝতে পেরেছেন ইউক্রেনে মস্কোর সামরিক পদক্ষেপ নিয়ে চীনের "প্রশ্ন ও উদ্বেগ" রয়েছে।

চীন প্রকাশ্যে রাশিয়ার সাত মাসের আক্রমণের বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে এমনকি শি বলেছেন যে বেইজিংয়ের মূল বৈদেশিক নীতিগুলির মধ্যে একটি হল দেশগুলির একে অপরের সীমানাকে সম্মান করা।

সমরকন্দে তাদের আলোচনার শুরুতে টেলিভিশনে দেওয়া মন্তব্যে পুতিন শিকে বলেন, “আমরা ইউক্রেনের সংকটের বিষয়ে আমাদের চীনা বন্ধুদের ভারসাম্যপূর্ণ অবস্থানকে অত্যন্ত মূল্যায়ন করি। আমরা এই বিষয়ে আপনার প্রশ্ন এবং উদ্বেগগুলি বুঝতে পেরেছি এবং আজকের বৈঠকের সময়, আমরা অবশ্যই এই সমস্ত বিস্তারিতভাবে ব্যাখ্যা করব।"

পুতিনের মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন সাম্প্রতিক দিনগুলিতে ইউক্রেন দ্রুত উত্তর-পূর্ব অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পুনরুদ্ধার করেছে যা রাশিয়া যুদ্ধের প্রথম সপ্তাহগুলিতে নিজেদের অংশ বলে দাবি করেছিল । এই যুদ্ধকে মস্কো একটি "বিশেষ সামরিক অভিযান" বলে চলেছে।

পুতিন, যাকে মনে করেন আমেরিকার আধিপত্যবাদী "এক-মেরু বিশিষ্ট " বিশ্ব তার তীব্র সমালোচনা করেছেন এবং তিনি দেখছেন রাশিয়া এবং চীন একসঙ্গে ’এর বিরুদ্ধে জোটবদ্ধ।

পুতিন বলেন, "আমরা যৌথভাবে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের মূল ভূমিকার উপর ভিত্তি করে একটি ন্যায়, গণতান্ত্রিক এবং বহুমেরু বিশিষ্ট বিশ্বব্যবস্থা গঠনের পক্ষে দাঁড়িয়েছি, এবং এমন কিছু নিয়মের ভিত্তিতে নয় যেগুলি কেউ ব্যাখ্যা না করেই অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, "সাধারণভাবে, আমাকে অবশ্যই বলতে হবে যে একটি এক-মেরু বিশিষ্ট বিশ্ব তৈরির প্রচেষ্টা সম্প্রতি একেবারে কুৎসিত আকার ধারণ করেছে এবং বিশ্বের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোর জন্য এটি একেবারেই অগ্রহণযোগ্য"।  তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।