News update
  • Janaza of six Bangladeshi peacekeepers held at Dhaka Cantonment     |     
  • Bangladesh stock market loses Tk 10,500cr in a week     |     
  • Dhaka’s air turns ‘very unhealthy’ on Sunday morning     |     
  • Project to transform N’ganj into a climate-resilient green city     |     
  • Sustainable, rights-based solutions to Rohingya crisis urged     |     

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2022-09-11, 8:48am




সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছ ভর্তি পরীক্ষা শনিবার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

সিকৃবি’র জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জানিয়েছে, বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিকৃবি ক্যাম্পাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩ হাজার ১৫৩ জনের পরীক্ষায় অংশ নেবার সুযোগ থাকলেও ভর্তি পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৫২৫ জন। এতে উপস্থিতির হার প্রায় ৮১ শতাংশ।

সিকৃবির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার পরীক্ষার হল পরিদর্শন করেছেন। তথ্য সূত্র বাসস।