News update
  • Recommendations on July Charter implementation submitted to CA     |     
  • Cyclonic storm ‘Montha’ now severe cyclonic storm; unlikely to hit BD     |     
  • Gaza Families Face Dire Shortages as Aid Efforts Expand     |     
  • Govt to Build 90 Cyclone Shelters to Boost Coastal Safety     |     
  • Deadlock between 2 departs brings Gomti Bridge Project to halt     |     

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শর্মী রানী নাথেরঝুলন্ত মরদেহ উদ্ধার

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2023-03-02, 9:52pm

resize-350x230x0x0-image-214288-1677767446-d637d1862a15f9959d94c2ea1a298b4c1677772350.jpg




সিলেটে শর্মী রানী নাথ (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নগরের টিলাগড় এলাকার সৈয়দ মঞ্জিল মহিলা হোস্টেলের দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

শর্মী দক্ষিণ সুরমা জালালপুর ইউনিয়নের শতেনদ্র চন্দ্রনাথের মেয়ে।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্ষের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। মরদেহ সিলিং ফ্যানের হুকে ঝুলন্ত অবস্থায় আর পাশে কিছু ঘুমের ওষুধ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।