News update
  • Dhaka, Delhi agree to bring down border killings to zero     |     
  • Natore’s Baraigram OC closed over negligence in bus robbery case     |     
  • Imported fruit prices surge by up to Tk 100 per kg     |     
  • 35% of air pollution in BD originates from external sources: Experts     |     
  • CPJ denounces Trump administration's action against AP     |     

এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেক্স ক্যাম্পাস 2023-11-11, 1:35pm

resize-350x230x0x0-image-247423-1699680027-89fbc6f65c085c5aa63a21c059871de21699688126.jpg




এশিয়ার শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায়নি।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় এশিয়ার সেরা চীনের পিকিং ইউনিভার্সিটি। তালিকায় দ্বিতীয় হংকং বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে রয়েছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।

এ ছাড়া সেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভারতের আছে সাতটি ও পাকিস্তানের আছে দুটি বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় ১৪০তম। তালিকায় ১৮৭তম স্থানে থেকে দেশের দ্বিতীয় সেরা বুয়েট ও ১৯১তম স্থানে থেকে তৃতীয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

২০২৪ সালের র‍্যাংকিংটি প্রধানত ১১টি সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এরমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা, উদ্ভাবন, চাকরিতে স্নাতকদের কর্মক্ষমতা, শিক্ষক ও শিক্ষার্থীদের সাফল্য, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক, পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক-কর্মকর্তাদের সংখ্যা, আন্তর্জাতিক শিক্ষক ও শিক্ষার্থীদের অনুপাত বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিং এ অঞ্চলের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা নির্ণয় করে আসছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।