News update
  • Protecting health demands no money: Bangladeshi expert     |     
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     

ঢাকাসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-04-28, 8:31pm

educational_institution_20240428_202046116-58626b2122eebb07e0e472a963116b361714314778.jpg




চলমান তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দেয়া নির্দেশনায় ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার (২৯ এপ্রিল) একদিন বন্ধ রাখার কথা বলা হয়েছে।

নির্দেশনার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, দেশে চলমান তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদফতরের পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ২৯ এপ্রিল বন্ধ থাকবে।

 তবে যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, সে সব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে শ্রেণি পাঠদান চালু রাখতে পারে বলে নির্দেশনায় জানানো হয়। সময় সংবাদ।