পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শুরু করেন। এর ফলে রাজধানী অচল হয়ে পড়ে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, বগুড়া চট্টগ্রামসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে আসেন।
শেষ খবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।