News update
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     
  • Dhaka has worst air pollution in the world Saturday morning     |     
  • Container ships to ply between Mongla and Chattogram ports     |     

ষষ্ঠ থেকে নবমের বার্ষিক পরীক্ষার সঙ্গে থাকছে শিখনকালীন মূল্যায়নও

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2024-09-11, 8:59pm

img_20240911_205650-47b007ca693c67673bc9f874aa9596ed1726066754.jpg




ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সঙ্গে থাকছে শিখনকালীন মূল্যায়নও। নতুন কারিকুলামের বইয়ের ওপর এ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বুধবার (১১ সেপ্টেম্বর) এ নির্দেশিকা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

নির্দেশিকায় আরও বলা হয়, ৭০ নম্বরের প্রশ্নপত্রে তিন ঘণ্টার বার্ষিক পরীক্ষা দিতে হবে। বাকি ৩০ নম্বর শিক্ষার্থীর শিখনকালীন মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হবে।

‌‌‘২০২৪ সালের শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকায়’ এসব নির্দেশনার পাশাপাশি আরও কিছু নতুন নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।