Teachers and students of Kalapara primary schools held a human chain and rally on Saturday.
পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিন চালিতাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন, রহমতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তারুজ্জামান আল-আমিন ও নিশানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইউসুফ আলী সহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিষ্পেষিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার। তাই ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের অনুগ্রহ কামনা করেন বক্তারা। - গোফরান পলাশ