News update
  • Rooppur NPP’s Digital Operator Asst in Russia starts trial      |     
  • Israeli strikes kill 43, including children, in Gaza     |     
  • WFP Deputy Chief Warns of Deepening Crisis in Gaza     |     
  • UN Warns Gaza Fuel Crisis Threatens Humanitarian Collapse     |     
  • WHO’s Saima Wazed placed on indefinite leave amid graft probe     |     

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-01-30, 2:34pm

img_20250130_143254-a6edcbfbaef976904c7e4596cab5d2021738226096.jpg




রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দফা দাবি নিয়ে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে কলেজের সামনের সড়কের দুই পাশে (আমতলী থেকে গুলশান ১ এবং গুলশান ১ থেকে আমতলী) যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এর আগে, গতকাল (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের মূল ফটকের সামনে একই দাবিতে আমরণ অনশনে বসেন কয়েকজন শিক্ষার্থী। ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন’ ব্যানারে এ অনশন পালন করছেন তারা।

টানা ২০ ঘণ্টা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দুইজন শিক্ষার্থী। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তাদের। তাছাড়া, আরও শিক্ষার্থী নতুন করে যোগ দিচ্ছেন অনশনে।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ; তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা; অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসনব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীদের আবাসিক খরচ বহন; ২০২৪-২৫ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত ন্যূনতম দুটি বিষয় আইন এবং সাংবাদিকতা বিষয় সংযোজন; একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ; শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আসনসংখ্যা সীমিতকরণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষাদানের লক্ষ্যে গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

শিক্ষার্থীরা বলছেন, আমাদের পাঁচজন শিক্ষার্থী গতকাল থেকে আমরণ অনশন করছেন। আজ আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি মূলত একটাই, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। তবে, আমাদের আরও কিছু দাবি রয়েছে। সরকার এগুলো মেনে না নিলে আমরা অনশন-বিক্ষোভ চালিয়ে যাবো। আরটিভি