News update
  • Tarique Vows to Return, be With People During Polls     |     
  • Exports Dip 4.5pc in September Amid US Tariff Impact     |     
  • Hamas calls for swift hostage-prisoner swap as talks set to begin     |     
  • Leadership vacuum cripples primary education in Sonargaon     |     
  • Tornado destroys over 500 houses in Nilphamari, injures 30     |     

মধ্যরাতে ডুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

গ্রীণওয়াচ ডেস্ক ক্যাম্পাস 2025-08-28, 7:55am

6862f799143e7732539ec5a970be1c2ad6f1efc1595b91ad-41d3dd0236b8bd0a682082f5fa29dbbf1756346120.jpg




প্রকৌশল খাতে চলমান সঙ্কট সমাধানে সরকারের নীরব ভূমিকা ও কোরাম ভিত্তিক ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি - ডুয়েট শিক্ষার্থীরা।

বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে ডুয়েট ক্যাম্পাস থেকে শুরু হয় মিছিল। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিববাড়িতে এসে শেষ হয়।

এর আগে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় শক্তির ইন্ধন রয়েছে। শিগগিরই তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিও জানান তারা।

এ সময় লং মার্চ টু যমুনা কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে দুই পক্ষের দাবিগুলোর যৌক্তিকতা বিবেচনায় নিয়ে স্থায়ী সমাধানে সরকারকে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিও জানান ডুয়েট শিক্ষার্থীরা।

সমাবেশ শেষে আবারও মিছিল নিয়ে নিজ ক্যাম্পাসে ফিরে যান তারা।