ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ফেসবুক পেজ বন্ধ না করায় এর অ্যাডমিন ও ডাকসু ভিপি পদপ্রার্থী জুলিয়াস সিজার তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের আহ্বাক ড. গোলাম রব্বানীর সই করা চিঠিতে বলা হয়, নির্বাচনের প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে প্রপাগান্ডা এবং চরিত্র হননের অভিযোগ পেয়েও সিজার পেজটি বন্ধ করেননি।
নোটিশে আরও বলা হয়, সিজারকে আজ বিকেল ৪টায় নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলার উত্তর পাশের সভাকক্ষে জরুরি সভায় সশরীরে উপস্থিত হতে হবে।
ডাকসু নির্বাচন নিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। প্যানেলগুলো একে অপরের বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্র হননের অভিযোগ তুলেছে। এ কারণে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক জনপ্রিয় ফেসবুক গ্রুপ ও পেজগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ পেজ বন্ধ করার জন্য সিজারকে আগেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা মানেননি, ফলে নোটিশ জারি করা হয়েছে।