News update
  • Rally held at DU against Israeli Zionism     |     
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     

অ্যান্টিগা টেস্টে প্রথম সেশনেই আমাদের ম্যাচ শেষ হয়ে গেছে : সাকিব

ক্রিকেট 2022-06-20, 6:17pm

image-47005-1655724436-2aafb438c9ff53c38281d19ea1853a861655727430.jpg




তবে বোলারদের পারফরমেন্সে খুশি সাকিব। তিনি বলেন, ‘বোলারদের নিয়ে কোন অভিযোগ নেই আমার। সবাই নিজেকে উজাড় করে বোলিং করেছে। প্রতিটি দিনই মাঠে নেমে চেষ্টা করেছে তারা। ব্যাটিংই আমাদের ডুবিয়েছে। তবে আশা করি, পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো।’

তিনি আরও বলেন, ‘ব্যাটারদের টেকনিক্যালিও অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে, আমাদের তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু তাদের উপায় খুঁজে বের করতে হবে- কীভাবে রান করতে হবে, ক্রিজে থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর এটা ব্যক্তিগতভাবে করা সম্ভভ।’

ব্যাটারদের টেকনিক নিয়ে কতটুকু কাজ করা দরকার, এমন প্রশ্নে সাকিব বলেন, ‘দেখুন! এটাতো আমার জন্য খুব একটা আলোচনার বিষয় না। কোচেরই আলোচনার বিষয়। এখন আমি যদি কোচিংও করাই, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার মনে হয়, আমার যতটুকু কাজ ততটুকুতে থাকাই ভালো। আমার দায়িত্ব যতটুকু আছে, সেটা পালন করার চেষ্টা করবো। বাকি যাদের যে কাজটা আছে, সেটা করলেই সবার কাজটা সহজ হয়ে যায়।’

ফর্ম ফিরে পেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে অধিনায়কত্ব ছাড়েন মোমিনুল হক। কিন্তু অ্যান্টিগা টেস্টের দুই ইনিংসে যথাক্রমে, ০ ও ৪ রান করেন তিনি। গত নয় ইনিংসে ডাবল-ফিগারে পৌঁছাতে পারেননি মোমিনুল। এ অবস্থায় কি মোমিনুলের বিরতির দরকার কি-না, এমন প্রশ্নে মোমিনুল বলেন, ‘এটা আমার পক্ষে বলা মুশফিক, তবে যা হচ্ছে অবশ্যই আমার তো মোমিনুলের সাথে কথা হয়, আবারও কথা হবে, ও যদি মনে করে যে, তার ব্রেক দরকার আছে সেটা হতে পারে। কিন্তু এখন আমরা আসলে এই মুহূর্তে একটা ম্যাচ শেষ হওয়ার পর কোন সিদ্ধান্ত নেওয়াটা বা কোন কিছু চিন্তা করাটা খুব একটা ভালো কিছু না।’

তিনি আরও বলেন, ‘পরের দুই তিন দিন বিশ্রাম আছে। এরপর যখন সেন্ট লুসিয়া অনুশীলন করবো, হয়তো সেদিন আমরা চিন্তা করবো। যে আসলে আমাদের দলের জন্য কোনটা হলে, ভালো হতে পারে। খুব যে বেশি পরিবর্তন করলে খুব বেশি যে ভালো কিছূ হবে, সেটার নিশ্চয়তাও আপনি দিতে পারবেন না।’

আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তথ্য সূত্র বাসস।